দ্যা টাওয়ার অফ হ্যানয়

পাজল এর জগৎ এ আরেক জনপ্রিয় পাজল দ্যা টাওআর অফ হ্যানয় । ফ্রান্স এর গণিতবিদ এডওয়ার্ড লুকাস ১৮৮৩ খ্রিস্টাব্দে এর প্রবর্তন করেন । সবচেয়ে সাধারণ পাজল টিতে ৩ টি ভিন্ন আকারের চাকতি এবং ৩ টি শলাকা থাকে । আদি অবস্থায় সবগুলো চাকতি একই শলাকায় থাকে । পরবর্তীতে সবগুলো চাকতি অপর একটি শলাকায় স্থানান্তর করতে হয় । এখানে শর্ত হোল কখনই ছোট চাকতির উপর বড় চাকতি রাখা যাবেনা ।

Comments

Popular posts from this blog

ফিবোনাচি ধারার রহস্য

ক্ষেত্রফল